কোরআন পড়ুন

খুঁজুন

কাবা শরীফের উপর কেন বিমান উড়ে না?

কাবা শরীফের উপর কোনো বিমান নাকি ম্যাগনেটিক ফিল্ড বা এ জাতীয় কোনো বাধার জন্য চলতে পারেনা। এটা কতটুকু সত্য? এটি একটি প্রচলিত ভুল কথা। কাবা শরীফের বা মক্কা নগরের উপর বিমান চলাচলে কোনো প্রাকৃতিক প্রতিবন্ধকতা নাই।

কাবা শরীফের উপরে বিমান চলাচল করতে না পারার কারণ ওই অঞ্চলের ভৌগোলিক বৈশিষ্ট্য নয় বরং ধর্মীয় পবিত্রতা রক্ষা করা এবং তীর্থযাত্রীদের নিরাপত্তা রক্ষার লক্ষ্যেই মক্কা শহরের উপর দিয়ে আকাশযান চলাচল নিষিদ্ধ করে সৌদি আরব সরকার। এজন্য মক্কা শহরে কোনো বিমানবন্দরও স্থাপন করা হয়নি।

হজের মৌসুমে এবং অন্যান্য সময়ে নিরাপত্তার জন্য মক্কার আকাশে হেলিকপ্টারগুলোকে স্বচ্ছন্দ্যেই উড়তে দেখা যায়। তবে মূল কথা হলো, মক্কায় বিমান ওঠা-নামা করার জন্য কোনো বিমানবন্দর নেই। যদিও সেখানে প্রতি বছর শতকোটি মুসল্লি জমায়েত হয়, তবুও কাবার সার্বিক নিরাপত্তা এবং অন্যান্য বিষয় বিবেচনায় রেখে সেখানে কোনো বিমানবন্দর তৈরি করা হয়নি।

সৌদি এভিয়েশন অথরিটির মতে,
মূলত কাবা শরীফের আশেপাশের এলাকাগুলো পাহাড়পর্বতে ঘেরা। তাই, আকাশযানের ইঞ্জিনের শব্দে মসজিদুল হারামে প্রার্থনারতদের মনোযোগ নষ্ট হতে পারে বা এর বিকট শব্দে কোন হৃদরোগীর শারীরিক অবনতি ঘটতে পারে। তাই এই শহরের উপর বিমান চলাচলের অনুমতি দেওয়া হয়নি।

ইন্দোনেশিয়ার সংবাদমাধ্যম ‘Voi English’ এ প্রকাশিত ‘The Center of The Earth and The Attraction of Magnets Are the Reasons for Planes Can’t Pass Over the Kaaba, Really?’ শিরোনামে একটি প্রতিবেদনে সৌদি আরবের একজন পাইলট ও পর্যবেক্ষক হাসান আল গামিদির একটি সাক্ষাৎকার পাওয়া যায়। তিনি কাবার উপর দিয়ে বিমান চলাচল না করার কারণ হিসেবে বলেছেন, মুলত কাবা শরীফের আশেপাশের এলাকাগুলো পাহাড়পর্বতে ঘেরা। ফলে যে কোন আকাশযানের ইঞ্জিনের শব্দে ইকো বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এতে মসজিদটিতে প্রার্থনারতদের মনোযোগ নষ্ট হতে পারে ।

গবেষণাধর্মী কন্টেন্ট ক্রিয়েটর মিডিয়া প্লাটফর্ম ‘roarmedia’ তাদের ওয়েবসাইটে ‘পৃথিবীর বিখ্যাত কয়েকটি ‘নো ফ্লাই জোন” শিরোনামে অক্টোবর ১৫, ২০১৯ তারিখে একটি প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে কাবাশরীফের নাম উঠে এসেছে। প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে,

“হজের মৌসুমে এবং অন্যান্য সময়ে নিরাপত্তার জন্য মক্কার আকাশে হেলিকপ্টারগুলোকে স্বচ্ছন্দ্যেই উড়তে দেখা যায়। তবে মূল কথা হলো, মক্কায় বিমান ওঠা-নামা করার জন্য কোনো বিমানবন্দর নেই। যদিও সেখানে প্রতি বছর শতকোটি মুসল্লি জমায়েত হয়, তবুও কাবার সার্বিক নিরাপত্তা এবং অন্যান্য বিষয় বিবেচনায় রেখে সেখানে কোনো বিমানবন্দর তৈরি করা হয়নি। যেহেতু মক্কায় কোনো বিমানবন্দর নেই, তাই মক্কার আকাশে বিমান উড়তে দেখা যাবে, এমন আশা করাও উচিত নয়।”

আন্তর্জাতিক গণমাধ্যম এএফপি’র একটি প্রতিবেদনে সামনে আসে যেখানে দেখা যায় মক্কার আকাশে হেলিকপ্টার উড়ছে। ছবিটির শিরোনামে লিখা আছে,

A general view shows a helicopter transporting journalists flying over Mina near the holy city of Mecca, during the hajj pilgrimage on September 13, 2016.

এএফপির সে প্রতিবেদনে উল্লেখিত ছবি

অর্থাৎ ‘একটি সাধারণ দৃশ্যে দেখা যাচ্ছে যে সেপ্টেম্বর ১৩, ২০১৬ তারিখে হজের সময় পবিত্র শহর মক্কার মিনারের উপর দিয়ে সাংবাদিকদের পরিবহনকারী একটি হেলিকপ্টার।’ 

তাছাড়া কাবা শরীফের উপর দিয়ে পাখি উড়ে যাওয়ার একাধিক ভিডিও বিভিন্ন সময় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

তথ্যসূত্র: বিভিন্ন ফ্যাক্টচেক অবলম্বনে