কোরআন পড়ুন

খুঁজুন

বিদেশগামী যাত্রীদের হয়রানী রোধে পুলিশের হটলাইন নাম্বার চালু

বিদেশগামী যাত্রীদের হয়রানি ও প্রতারণা রোধে ইমিগ্রেশন পুলিশ হটলাইন নাম্বার চালু করেছে। বিমানবন্দরে বিদেশগামী যাত্রীদের হয়রানির শিকার হবার অভিযোগ নিয়মিত উঠে। এটা প্রতিরোধে এবার প্রচারণায় নেমেছে ইমিগ্রেশন পুলিশ। প্রচারণায় এয়ারপোর্ট কন্ট্রাক্ট, ইমিগ্রেশন কন্ট্রাক্ট, এয়ারপোর্ট সাপোর্ট নামে বিভিন্ন উপায়ে যাত্রীদের থেকে টিকেটের অতিরিক্ত দাম নেয়ার ব্যাপারে যাত্রীদের সতর্ক করা হয়েছে।

উল্লেখিত কারণে কেউ অর্থ দাবি করলে টিকেট বিক্রেতার পরিচয় ও প্রয়োজনীয় তথ্য সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাকে জানানোর জন্য সম্প্রতি একটি নোটিস প্রকাশ করা হয়েছে, যাতে বলা হয়েছে- ভিজিট, ট্যুরিস্ট ভিসায় দুবাই, ইউএই গমনেচ্ছু যাত্রীদের এয়ারপোর্ট কন্ট্রাক্টের নামে অতি মুনাফালোভী টিকেট বিক্রেতারা অতিরিক্ত মূল্য আদায় করছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। সম্মানিত যাত্রী সাধারণকে অনুরোধ করা যাচ্ছে যে, বিদেশ গমনে বাধা, প্রতারণা ইত্যাদি বিষয়ে এয়ারপোর্টস্থ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে নিন্মোক্ত নাম্বারে জানানো এবং প্রয়োজনীয় আইনগত সেবা নিতে অনুরোধ করা হলো।

পুলিশের ইমিগ্রেশন থেকে।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নাম্বার- ০১৩০৪০৫০৬০৩ 

এছাড়া এয়ারপোর্ট কন্ট্রাক্ট / ইমিগ্রেশন কন্ট্রাক্ট / এয়ারপোর্ট সাপোর্ট এর নামে অতিরিক্ত অর্থ দাবী করলে টিকেট বিক্রেতার নাম-পরিচয় ও প্রয়োজনীয় তথ্য নিম্নলিখিত মোবাইল নাম্বারে জানানোর জন্য অনুরোধ করা হলো।

১। হযরত শাহ্‌ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা।

কর্মকর্তার নামমোবাইল নাম্বার
সহকারী পুলিশ সুপার (ওসি ইমিগ্রেশন) ০১৩২০০০৫৯০২
অতিরিক্ত পুলিশ সুপার ০১৩২০০০৫৩৭৬
বিশেষ পুলিশ সুপার০১৩২০০০৫১১১
বিশেষ পুলিশ সুপার (প্রশাসন)০১৩২০০০৫১০২
এডিশনাল ডিআইজি০১৩২০০০৫০৩৫
ডিআইজি০১৩২০০০৫০০৬

২। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রাম।

কর্মকর্তার নামমোবাইল নাম্বার
অতিরিক্ত পুলিশ সুপার, ইমিগ্রেশন০১৯১১৭৩৩০৫৫
বিশেষ পুলিশ সুপার, ইমিগ্রেশন০১৩২০০০৫১০৮

৩। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেট

কর্মকর্তার নামমোবাইল নাম্বার
অতিরিক্ত পুলিশ সুপার, ইমিগ্রেশন০১৩২০০০৫৪০৭
বিশেষ পুলিশ সুপার, ইমিগ্রেশন০১৩২০০০৫১০৭

এছাড়া ওয়েবসাইট www.police.gov.bd/ –  www.immi.gov.bd/ এবং ফেসবুক পেজেও যাত্রীরা প্রয়োজনে যোগাযোগ করার আহবান জানিয়েছে।