কোরআন পড়ুন

খুঁজুন

যেসব ডিভাইসে আপনার ফেসবুক একাউন্ট লগইন করা আছে দেখুন

facebook security

আপনি খেয়েধেয়ে রাতে ঘুমোতে গেলেন। সকালে আপনার বাড়ির সামনে শতশত মানুষের আগ্রাসী উপস্থিতি। কী হয়েছে আপনি জানেন না। কিন্তু আপনি অপরাধী। জনতার মার খেলেন। পুলিশ এসে থানায় নিয়ে গেল আপনাকে। কিছুই আপনি বুঝতে পারলেন না।

ব্রাহ্মণবাড়িয়ার রসরাজের জীবনে এমনই এক দুর্বিসহ ঘটনাই ঘটেছিল। ফেসবুকে ধর্ম অবমাননা হয় এমন পোস্ট দিয়েছে রসরাজ। প্রকৃত ঘটনা হলো, রসরাজের ফেসবুক একাউন্ট ব্যবহার করে পাড়ার দোকানের কম্পিউটার থেকেই এমন পোস্ট দিয়েছে অসাধু এক লোক।

আরো পড়ুন:



আপনার একাউন্ট নিরাপদ আছেতো? আপনার একাউন্ট আপনার মোবাইল বা ল্যাপটপ ছাড়া আর কোথাও লগইন করা আছে কি না জানেন? চলুন জেনে নেই কীভাবে জানবেন আপনার ফেসবুক একাউন্ট কোন কোন ডিভাইসে লগইন আছে।

ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটারে: প্রথমে আপনার একাউন্টে প্রবেশ করুন। Settings & Privacy Settings থেকে Settings-এ যান। ডানপাশে সাইডবার মেন্যু থেকে Security & Login-এ ক্লিক করুন।

Settings & privacy

সেখানে Where you’re logged in অংশে আপনার একাউন্ট কোন কোন ডিভাইসে লগইন আছে দেখাবে। সে লিস্ট থেকে আপনার জানা নাই এরকম ডিভাইসে লগইন দেখলে সে ডিভাইসের ডান পাশে থাকা ৩টা ডট এ ক্লিক করে logout-এ ক্লিক করুন। সে ডিভাইস থেকে আপনার একাউন্ট সঙ্গে সঙ্গে লগডাউট হয়ে যাবে।

কী কী ডিভাইস লগইন আছে এখানে পাবেন

মোবাইল থেকে: ফেসবুক য্যাপ থেকে উপরে ডানপাশে থাকা ৩টা রেখার বারে ক্লিক করুন। নিচের দিকে Settings & privacy থেকে Settings-এ যান। নিচের দিকে Security অংশ থেকে Security and login-এ ক্লিক করুন। এখানে দেখতে পাবেন কোথায় কোন ডিভাইসে আপনার একাউন্ট লগইন আছে। অপরিচিত ডিভাইস মনে হলে এখান থেকে একইভাবে লগ আউট করে নিতে পারবেন।

মোবাইল থেকে যেভাবে জানবেন


প্রযুক্তি সবকিছু হাতের নাগালে এনে দিলেও বিপদও হাতের নাগালে থাকে। সাবধান ও নিরাপদ থাকুক আপনার ডিজিটাল পথ চলা।