কোরআন পড়ুন

খুঁজুন

শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি, ধর্ম এবং মনীষীদের জীবনাচরণ নিয়ে ‘ভাবনার খেরোখাতা’

বইয়ের নাম: ভাবনার খেরোখাতা 
লেখক : শেখ বিবি কাউছার 
প্রকাশনী : মওলা 
পরিবেশক: মূর্ধন্য 
প্রচ্ছদ : মোস্তফা মোস্তাফিজ কারিগর 
মূল্য: ৩০০ টাকা মাত্র। 
রিভিউ লিখেছেন : যুবরাজ দাশ।

‘ভাবনার খেরোখাতা’ যেখানে ফুটে উঠেছে – শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি, ধর্ম ও সুফিবাদ এবং মনীষীদের জীবনাচরণ। আধুনিকতার এই বিশ্বে  নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখাই হলো আমাদের মূল চ্যালেন্জ। ‘ভাবনার খেরোখাতা’ বইটি পড়লে তার জ্ঞানটুকু হতে পারে আমাদের বাস্তব জীবনের চ্যালেন্জ মোকাবেলার একটি মাধ্যম। প্রভাত বাক্যে আছে “শিক্ষাই জাতির মেরুদণ্ড” তাই একটি দেশ ও জাতিকে বিশ্বের কাছে তুলে ধরার জন্য শিক্ষার কোনো বিকল্প নেই।

আর যুগের আধুনিকায়নের সাথে সাথে শিক্ষা ব্যবস্থা ও কর্ম পেশারও পরিবর্তন করা প্রয়োজন। যুগের সাথে তাল মিলিয়ে আমাদের শুধু চাকরির আশাতেই বসে থাকলে চলবে না, বরং নিজের মেধা ও বুদ্ধিকে কাছে লাগিয়ে হতে হবে একজন উদ্যোক্তা। যদি আমাদের অধিক অর্থ নাও থাকে তাহলে স্বল্প পুঁজি দিয়েও আমরা উদ্যোক্তা হয়ে উঠতে পারি, কিন্তু তখন আমাদের স্বল্প পুঁজির সাথে কাজে লাগাতে হবে নিজেদের মেধাশ্রম এবং বুদ্ধিমত্তাকে, যা বর্তমান আধুনিক শিল্প-বাণিজ্যে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার বার্তা হিসেবে কাজ করবে।

উদ্যেক্তা হওয়া বা নিজের মেধা ও বুদ্ধিকে কাজে লাগিয়ে সফলতা অর্জন করার শিক্ষাটা আমরা পেতে পারি ‘ভাবনার খেরোখাতা’ বইয়ে উল্লিখিত ‘স্টিভেন পল জবসের’ গল্প কাহিনি অনুসরণ করে। ‘স্টিভেন জবস’ যে কি-না বাবা-মায়ের দত্তক নেওয়া সন্তান, সে নিজেই জানতো সেই কথা। কিন্তু সে কোনোদিনও সেই পালিত সন্তান হওয়ার বিষয়টাকে নিজের দুর্বলতা ভাবেনি বরং সেই কথা জানার পর থেকে তার ভেতরে ছিলো এক অদম্য ইচ্ছাশক্তি। যার ফলস্বরূপ সে অর্জন করেছে আজকের স্বনামধন্য বিখ্যাত কোম্পানি ‘অ্যাপল’।

‘ভাবনার খেরোখাতা’ বইয়ে উল্লেখ আছে ‘ধর্ম ও সুফিবাদের’ কথা, যা আমাদের ধর্মীয় নীতিকথা, প্রেম ও উদারতার শিক্ষা দেয়। যা অনুসরণ করলে আমরা হয়ে উঠতে পারি এক ধর্ম ও উদারতাপূর্ণ ব্যাক্তিত্ব। ‘ভাবনার খেরোখাতা’ বইয়ে লেখা মনীষীদের জীবনাচরণ অনুসরণ করলে আমরা শিখতে পারবো সঠিক রাজনীতি পরিচালনা, সংগ্রামী চিন্তাধারা এবং দেশপ্রেমের গুরুত্ব সম্পর্কে। অর্থশাস্ত্রের জনক ‘চাণক্য’ যিনি বিশ্বের প্রথম এবং অন্যতম শ্রেষ্ট অর্থনীতি হিসেবে খ্যাত। যিনি ছিলেন একজন কূটনীতিক। রাষ্ট্রের প্রধানমন্ত্রী হয়েও সাধারণ জীবন-যাপন করতেন। তিনি রাজা চন্দ্র গুপ্তের পেছনে থেকে রাষ্ট্রের যাবতীয় কর্মসম্পাদন করতেন। ‘আচার্য চাণক্যের’ জীবনী থেকে আমরা শিক্ষা পায় যে কিভাবে রাষ্ট্রকে সবসময় বিপদমুক্ত রাখতে হয় এবং রাষ্ট্রের উন্নতি সাধন কিভাবে সম্ভব তার বিষয়।

আর আমরা যদি প্রতিবাদি কণ্ঠস্বর হিসেবে জানতে চায়, তাহলে আমাদের অনুসরণ করতে হবে নারী জাগরণের অগ্রদূত, মহীয়সী নারী ‘বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন’এর জীবনী থেকে। যিনি আজীবন সংগ্রাম করেছেন নারীদের অধিকার ও শিক্ষার জন্য। অপরদিকে দেশপ্রেমের উদাহরণ হিসেবে লক্ষ্য করা যায় বাঙালি জাতির পিতা ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ এর জীবনী থেকে। একটি যুদ্ধবিধ্বস্ত সদ্য স্বাধীন রাষ্ট্রের হাল ধরে দেশ পুনঃগঠন করার প্রত্যয় নিয়ে এগিয়ে যান নিজের লক্ষ্যে।

‘ভাবনার খেরোখাতা’ বইয়ের শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি, ধর্ম ও সুফিবাদ এবং মনীষীদের জীবনাচরণ পড়ে আমরা জানতে পারবো আমাদের না জানা অনেক গল্পকাহিনী এবং সত্য ঘটনা আর তা অনুসরণে আমাদের সাহায্য করবে প্রকৃত শিক্ষিত, একজন উদ্যেক্তা এবং সর্বোপরি হয়ে উঠতে পারবো না জানা ইতিহাসের একজন পাঠক।

রিভিউ লিখেছেন : যুবরাজ দাশ।