Curriculum Vitae (CV) ল্যাটিন শব্দ। এর অর্থ Story of your life যাকে বাংলায় আমরা জীবন বৃত্তান্ত বলি। Resume বা রিজুম অর্থও একই। তবে সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত ব্যবহারে রিজুমে ব্যবহার হয়। একইভাবে Biodata (বায়োডাটা) অর্থও অভিন্ন। যদিও এতে ব্যক্তিগত তথ্যের আধিক্য বেশি থাকে। এ তিনের ব্যবহারে বিভ্রান্তিতে পড়তে হয় আমাদের। চলুন দেখি কোথায় কী ব্যবহার করতে হয়।
বায়োডাটা (Biodata)
বিয়ের পাত্র/পাত্রীর ক্ষেত্রে বায়োডাটার ব্যবহার বেশি হয়। বায়োডাটায় একজন লোকের ব্যক্তিগত তথ্য গুরুত্ব পায় বেশি। জন্মতারিখ, পড়ালেখা, চাকরি, বেতন, ঠিকানা, বৈবাহিক অবস্থা, পিতামাতার বিস্তারিত, ভাই-বোনের বিস্তারিত থাকে বায়োডাটায়।
আরো পড়ুন:
সিভি (CV)
সিভি সাধারণত চাকরীর আবেদন কিংবা উচ্চ শিক্ষায় আবেদনের জন্য ব্যবহার হয়ে থাকে। সিভিতে সাধারণত শিক্ষা (Education), দক্ষতা (Skills), কাজের অভিজ্ঞতা (Work Expeiences), অর্জন (Achievements), পুরষ্কার (Awards), প্রফেশনাল সার্টিফিকেশন্স, বৃত্তি (Scholarship), গবেষণা (Research Projects), প্রফেশনাল রেফারেন্স ইত্যাদি উল্লেখ থাকে।
- শিরোনাম অর্থাৎ পুরো নাম, ইমেইল, কন্টাক্ট নাম্বার এবং বর্তমান ঠিকানা।
- ক্যারিয়ার সামারি বা অভিজ্ঞতার সংক্ষিপ্ত বিবরণ। (এটা চাকরীর অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তির জন্য)
- ক্যারিয়ার অবজেক্টিভ বা ক্যারিয়ার উদ্দেশ্য। (নতুন শিক্ষার্থী যারা চাকরীর জন্য নতুন আবেদন করছেন)
- এক্সপেরিয়েন্স বা অভিজ্ঞতা
- প্রফেশনাল সার্টিফিকেশন, ট্রেইনিং বা অতিরিক্ত তথ্য।
- শিক্ষাগত যোগ্যতা।
- ব্যক্তিগত তথ্য
- প্রফেশনাল রেফারেন্স
রিজুমে (Resume)
রিজুমে সাধারণত সদ্য পাশ করা চাকরিপ্রার্থীদের জন্য ব্যবহার হয়। রিজুমে ১-২ পৃষ্ঠা হয়ে থাকে। এতে জীবনের লক্ষ বা ক্যারিয়ার অবজেক্টিভ, শিক্ষাগত যোগ্যতা, স্বেচ্ছাসেবকমূলক কাজের বর্ণনা, সামাজিক কাজের সংক্ষিপ্ত বিবরণ, প্রশিক্ষণ ইত্যাদি দেয়া যায়। রিজুমের সাথে একজন চাকুরীপ্রার্থী চাকরীর ধরণ অনুযায়ী কভার লেটার দিতে হবে।