কোরআন পড়ুন

খুঁজুন

প্রবাসীরা মোবাইল ব্যাংকিং-এর আওতায় আসছে। যেতে হবেনা এজেন্টের কাছে।

প্রবাসীরা মোবাইল ব্যাংকিং-এর আওতায় আসছে।

প্রবাসীরা বিকাশ, রকেট, এমক্যাশ, উপায়, নগদ ইত্যাদি (এমএফএস) অ্যাকাউন্ট খুলতে ও পরিচালনা করতে পারবেন শীগ্রই, এমন সুবিধা শিগগিরই চালু করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক।

এর ফলে বিদেশে বসে বাংলাদেশিরা কোনো এজেন্ট ছাড়াই দেশে তৎক্ষণাৎ রেমিটেন্স যেমন পাঠাতে পারবেন, তেমনই দেশে এসেও নিজের সেই অ্যাকাউন্টের অর্থ ব্যবহার করতে পারবেন।

বর্তমানে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে স্বজনদের কাছে রেমিটেন্সে পাঠাতে বা নিজ ব্যাংক হিসাবে অর্থ জমা করতে পারলেও বাংলাদেশে অবস্থানরত স্বজনের বিকাশ, রকেট, নগদ নাম্বারে রেমিটেন্স পাঠাতে চাইলে বিদেশের নির্দিষ্ট এজেন্টের মাধ্যমে তা পাঠাতে হয়। নতুন এ সুবিধা চালু হলে প্রবাসীরা নিজেরাই ঘরে বসে নিজের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট পরিচালনা করতে পারবেন।

এ সুবিধা দিতে দেশের লাইসেন্স পাওয়া মোবাইল ব্যাংকিং (এমএফএস) সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত অনলাইন পেমেন্ট গেটওয়ে সার্ভিস প্রোভাইডার, পরিশোধ ব্যবস্থা, ব্যাংক, ডিজিটাল ওয়ালেট, কার্ড স্কিম বা সমজাতীয় প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হতে হবে। এটা সম্পন্ন করতে সেবাদাতা প্রতিষ্ঠানকে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ব্যাংকে আবেদন করতে হবে। আবেদন যাছাই-বাছাইয়ের পর পরীক্ষামূলকভাবে সেবাটি চালু করবে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ই-কেওয়াইসি (অনলাইনে গ্রাহক পরিচিতির তথ্য) মাধ্যমে যে কোনো প্রবাসী মোবাইল ব্যাংকিং (এমএফএস) হিসাব খুলতে পারবেন। এজন্য প্রবাসীকে বিদেশে যাওয়ার আনুষঙ্গিক তথ্য দিতে হবে।

প্রবাসীরা দেশের মোবাইল ব্যাংকিং (এমএফএস) অ্যাকাউন্টের মাধ্যমে বিদেশি মুদ্রা জমা করতে পারবেন, যা স্বয়ংক্রিয়ভাবে টাকায় রূপান্তর হবে। এমনকি কোনো প্রবাসী দেশে আসার পর হিসাবটি স্থানীয় অ্যাকাউন্ট হিসেবে ব্যবহার করতে পারবেন, আবার বিদেশে ফেরত গেলে তা প্রবাসী অ্যাকাউন্টে রূপান্তর হবে, সেজন্য প্রয়োজনীয় তথ্য উপস্থাপন করতে হবে।