ফিফা কাতার বিশ্বকাপ-২০২২-এর ড্র অনুষ্ঠিত হয়েছে। ৩২ দলের মধ্যে ২৭ দল নিশ্চিত হলেও বাকী ৫ দল প্লে-অফ খেলে কোন গ্রুপে খেলবে তাও নিশ্চিত হয়ে গেছে। গ্রুপ সি-তে মেসির আর্জেন্টিনার সাথে আছে লেভানডস্কির পোল্যান্ড। আছে মেক্সিকো ও সৌদি আরব।
গ্রুপ জি-তে ব্রাজিলের সাথে রয়েছে সুইজারল্যান্ড, সার্বিয়া ও ক্যামেরুন। ইউরোপের দুই জায়ান্ট স্পেন-জার্মানি পড়েছে গ্রুপ ই-তে। তাদের সঙ্গী হয়েছে জাপান ও প্লে-অফ দল কোস্টারিকা/নিউজিল্যান্ড। বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স আছে গ্রুপ ডি-তে। তাদের সঙ্গী ডেনমার্ক, তিউনেসিয়া ও পেরু/অস্ট্রেলিয়া/আরব আমিরাত (প্লে-অফ)।
ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল আছে গ্রুপ এইচ-এ। সেখানে আছে লুইস সুয়ারেজের উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া ও ঘানা। আলোচিত আয়োজক দল কাতার আছে গ্রুপ এ-তে। নেদারল্যান্ড, সেনেগাল ও ইকুয়েডর আছে তাদের সঙ্গী।
দুই রাজনৈতিক শত্রু আমেরিকা-ইরান আছে গ্রুপ বি-তে। সেখানে বড় দল আছে ইংল্যান্ড। অন্যদল হয়ে আসবে ইউক্রেন-স্কটল্যান্ড ম্যাচে প্লে-অফ জয়ী দল।
গ্রুপ এফ-এ আছে বেলজিয়াম, ক্রোয়েশিয়া, মরুক্কো ও কানাডা।
একনজরে দেখে নেই:
গ্রুপ | দল |
গ্রুপ এ | কাতার, নেদারল্যান্ড, সেনেগাল ও ইকুয়েডর |
গ্রুপ বি | ইংল্যান্ড, ইউ এস এ, ইরান ও ওয়েলস – স্কটল্যান্ড/ইউক্রেন |
গ্রুপ সি | আর্জেন্টিনা, সৌদি আরব, পোল্যান্ড ও মেক্সিকো |
গ্রুপ ডি | ফ্রান্স, ডেনমার্ক, তিউনিসিয়া ও ইউ এ ই/পেরু/অস্ট্রেলিয়া |
গ্রুপ ই | স্পেন, জার্মানি, জাপান ও কোস্টারিকা/নিউজিল্যান্ড |
গ্রুপ এফ | বেলজিয়াম, ক্রোয়েশিয়া, মরক্কো ও কানাডা |
গ্রুপ জি | ব্রাজিল, সুইজারল্যান্ড, সার্বিয়া ও ক্যামেরুন |
গ্রুপ এইচ | পর্তুগাল, উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া ও ঘানা |