কোরআন পড়ুন

খুঁজুন

ফিরে দেখা: শেন ওয়ার্নের বিখ্যাত বলগুলো (ভিডিও)

শেন ওয়ার্ন অস্ট্রেলীয় ক্রিকেট ইতিহাসে নয়, পুরো ক্রিকেট ইতিহাসেরই এক লিজেন্ড। ক্রিকেটের ব্যাড বয়ের ট্যাগ যার নামের পাশে লেগেছিল। সব কছু ছাপিয়ে ওয়ার্ন তার ট্রেডমার্ক টার্ন দিয়ে বাঘা বাঘা ব্যাটারদের কুপোকাত করার সেসব ডেলিভারিগুলোর কারণে চির স্মরণীয় হয়ে থাকবেন। ক্রিকেট বিশ্বে শোকের চায়া বইছে ওয়ার্নকে অসময়ে হারিয়ে। ৪ মার্চ ২০২২ হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৫২ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন এ কিংবদন্তী।

ওয়ার্ন স্মরণীয় হয়ে থাকবেন যেসব ডেলিভারির কারণে, তারমধ্যে প্রথমে আসে অ্যাশেজে মাইক গ্যাটিংকে করা বিখ্যাত বলটির কথা। ল্যাগ স্ট্যাম্পের বাইরে পড়া একটা একটা বল কীভাবে অফস্ট্যাম্পে গিয়ে আগাত হানে। গ্যাটিং অবাক তাকিয়ে দেখা চাড়া কিছুই করার ছিলনা! শতাব্দীর সেরা বল আখ্যা পেয়ে যায় সে ডেলিভারি।

এন্ড্রো স্ট্রাউসকে করা এ বলটা দেখে কী মনে হয় আপনার? কী মনে হয়েছিল স্ট্রাউসের?

পাকিস্তানী কিংবদন্তী ব্যাটার সাইদ আনোয়ার কুপোকাত ওয়ার্নে-

Warne’s huge turner against Anwar

It actually hit leg-stump! Shane Warne’s huge leg-break to Saeed Anwar in 1999 has to be seen to be believed…

Posted by cricket.com.au on Sunday, November 17, 2019

ভিভিএস লাক্সমানকে করা ডেলিভারি।

১৪৭ টেস্টে রেকর্ড ৭০৮ উইকেট এবং ওয়ানডেতে ১৯৪ ম্যাচে ২৯৩ উইকেট নেয়া এ কিংবদন্তীকে ক্রিকেটপাড়া কীভাবে ভুলবে!