ফেসবুক ব্যবহার করেনা এমন মানুষ পাওয়া দুষ্কর। ব্যবহারকারী যত বেশি হ্যাকারদের নজরও বেশি এখানে। একথা নিয়মিত দেখা যায় যে, আমার ফেসবুক আইডি হ্যাক হয়েছে। চলুন দেখা যাক কিভাবে আপনার ফেসবুক আইডি হ্যাকিং থেকে রক্ষা করবেন।
নিচের দেয়া পরামর্শ কাজে লাগিয়ে আপনার ফেসবুক আইডির নিরাপত্তা শক্তিশালী করে ফেলুন-
শক্তিশালী পাসওয়ার্ড:
ফেসবুক আইডি নিরাপত্তার প্রধান অংশটা পাসওয়ার্ড। কি রকম পাসওয়ার্ড ব্যবহার করা যায় দেখে নিন। পাসওয়ার্ডে ৪ ধরনের আলাদা আলাদা ডিজিট থাকা উচিৎ।
• বড় হাতের ABCDEFG….Z
• ছোট হাতের: abcdefghi…….z
• নাম্বার: 0123456789
• স্পেশাল ক্যারেক্টারস: #%?!€¥@$[}]^( ইত্যাদি।
উদাহরণ হিসেবে এ পাসওয়ার্ডটি দেখুন- bX@J!25[9}^GoD$$
Trust Contact Setup:
ট্রাস্ট কন্টাক্ট সেটআপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ অপশন ব্যবহার করলে হ্যাকার আপনার আইডি হ্যাক করলেও নিশ্চিন্তেই আইডি ফেরত পাবেন। আপনার ফ্রেন্ড লিস্টের খুব কাছের ৫জনকে Trust Contact লিস্টে এ্যাড করে দিন।
অব্যবহৃত ডিভাইস থেকে লগআউট:
আইডি নিরাপদ রাখতে আগে ব্যবহার করেছেন এখন করেননা এমন ডিভাইস থেকে লগআউট করে নিন। আপনি হয়তো ভাবছেন আপনার আইডি অলরেডি লগআউট করা আছে। কিন্তু আসলেই কী করা? আপনি ডিভাইস থেকে লগআউট করেছেন ঠিকই কিন্তু ডিভাইসে ব্যবহার করা ফেসবুক থেকে লগআউট করাকে বুঝাচ্ছি। এটা বুঝার জন্য আপনার আইডি থেকে সেটিংসে যান। সেখান থেকে Security and Login এ দেখতে পাবেন কোন কোন ডিভাইসে আপনার আইডিতে এক্সেস করেছেন। প্রয়োজন মোতাবেক অব্যবহৃত ডিভাইসগুলো থেকে আজই লগআউট করে ফেলুন।
ইমেইল দিয়ে আইডি খুলুন:
অনেকেই মোবাইল নাম্বার দিয়ে ফেসবুক আইডি খুলে রাখে যা চরম ভুল একটি প্র্যাকটিস। আইডি হ্যাক কিংবা ফেসবুকের কোন বাগ (প্রোগ্রামিং সমস্যা) দেখা দিলে তখন আইডি উদ্ধার করতে ইমেইল ছাড়া ফেসবুক কতৃপক্ষের সাথে যোগাযোগ করার আর কোন মাধ্যমই থাকবে না। অতএব কেউ শুধুমাত্র মোবাইল নাম্বার দিয়ে ফেসবুক আইডি খুলে রাখলে আজই ইমেইল যুক্ত করে নিন। নয়তো আইডি হারালে আর ফেরত নাও পেতে পারেন।
আরো পড়ুন: পেনড্রাইভের শর্টকাট ভাইরাস থেকে মুক্তি পেতে
ইমেইলে 2 Step Verification চালু রাখুন:
শুধু ইমেইল সংযুক্ত করলেই হবে না আপনার ইমেইল আইডিকেও নিরাপদ রাখতে 2 Step Verification চালু রাখুন। ইমেইলের নিরাপত্তা শক্তিশালী না হলে ফেসবুক আইডি হ্যাক করতে সহজ হয়ে যায় হ্যাকারদের। ইমেইল হিসেবে ইয়াহু থেকে জিমেইলকে পছন্দে রাখুন।
Two Factor Authentication চালু রাখুন:
Two Factor Authentication অত্যন্ত জরুরী। যখনই কোথাও লগইন করলে সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে একটা নিরাপত্তা কোড চলে আসবে। এটা চালু রাখলে হ্যাকার আপনার আইডি সহজে হ্যাক করতে পারবে না।
অবাঞ্ছিত App মুছে ফেলুন:
ফেসবুকে অনেক ধরণের থার্ডপার্টির অ্যাপ আছে। এসব App থেকে অথেনটিক App সাবধানে আপনার আইডিতে রাখুন। ফেসবুক কতৃপক্ষ মাঝেমধ্যে এরকম কিছু App রিমোভ করে দেই নিরাপত্তাজনিত কারণে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, প্রথম সারির নিউজ পোর্টাল কিংবা পরিচিত এবং প্রতিষ্ঠিত নিউজ পোর্টাল ব্যাতিত অজানা কোন লিংকে ক্লিক করতে যাবেন না।
Get Alerts Unrecogized Logins অন রাখুন:
Get Alerts Unrecognised Logins অপশন On করে রাখুন। এতে অপরিচিত কেউ যখনই আপনার আইডিতে প্রবেশ করার চেষ্টা করবে তখনই আপনার কাছে Notifications চলে আসবে। এমন নোটিফিকেশন পেলে ফেসবুককে রিপোর্ট করে জানিয়ে দিন। সাথে আপনার পাসওয়ার্ড পরিবর্তন করে নিন পুনরায়।
Recovery Code Backup রাখুন:
আইডিতে লগইন এর সময় মোবাইলে কোড আসতে নানান কারণে (বাগ) সমস্যা হতে পারে কিংবা এমনো হতে পারে আপনার হাতের কাছে মোবাইল ফোনটা নাই। এজন্যে এই ব্যাকাপ কোড আপাকে লগইন করতে সাহায্য করবে।
এছাড়া Recovery email এবং ফোন নাম্বারও সংযুক্ত করে রাখতে পারেন। যদি আইডির পাসওয়ার্ড মনে না থাকে আবার আপনার বর্তমান ইমেইল, ফোন নাম্বারও এ্যাকসেস করতে পারছেন না তখনই এই ব্যাকআপ ইমেইল দ্বারা সমাধান পেতে পারেন।