কোরআন পড়ুন

খুঁজুন

যেভাবে লোকেশন শেয়ার করবেন

জামাল সাহেব ঢাকায় চাকরি করেন। তার স্ত্রী বেড়াতে গেছে গ্রামের বাড়ি। জামাল সাহেবের সময় হয়ে উঠছেনা স্ত্রীকে নিয়ে আসার। উপায় না দেখে স্ত্রী নিজেই রওনা হয়েছে ঢাকার উদ্দেশ্যে। আর জামাল সাহেব চিন্তায় পড়ে গেলেন ঠিকঠাকভাবে পৌঁছবে কি না। অফিসের আইটি অফিসার রফিক সাহেব জামাল সাহেবকে চিন্তিত দেখে কী হয়েছে জিজ্ঞেস করলে জামাল সাহেব বিস্তারিত জানান কলিগকে।

রফিক সাহেব জামাল সাহেবকে জানালেন, স্ত্রীর স্মার্টফোনের গুগল ম্যাপ থেকে লোকেশন শেয়ার করে রাখতে। যেই বলা সেই কাজ। জামাল সাহেব নিজের মোবাইল ফোনের গুগল ম্যাপে স্ত্রীর অবস্থান ট্র্যাক করতে পারছেন। তাতে অনেকটা নিশ্চিন্ত হলেন তিনি।

কীভাবে লোকেশন শেয়ার করবেন?
লোকেশন শেয়ার করা একেবারে সহজ। তবে যিনি শেয়ার করবেন এবং যাকে শেয়ারন করবে উভয়রই থাকতে হবে স্মার্টফোন সঙ্গে ইন্টারনেট কানেকশন। আপনার ফোন থেকে গুগল ম্যাপের অ্যাপ থেকে প্রোফাইল পিকচারে ক্লিক করুন।

Location Sharing এ ক্লিক করুন

একটা লিস্ট বের হবে। লিস্ট থেকে Location Sharing-এ ক্লিক করুন। ম্যাপের ডানপাশে New Share নামে বাটনে ক্লিক করুন। নতুন যে উইন্ডো খুলবে সেখানে দুইটা অপশন পাবেন। প্রথমটায় লেখা থাকবে For 1 hour (এখান থেকে সময় বাড়িয়ে নেয়া যায়) অপরটা Until you turn off নামে।

যার সাথে লোকেশন শেয়ার করতে চান তাকে লিংক পাঠান

ম্যাপের ভার্সন অনুযায়ী এই অপশন নাও থাকতে পারে। আপনার প্রয়োজন অনুযায়ী যে কোন একটায় ক্লিক করে যার সাথে শেয়ার করতে চাচ্ছেন তাকে ইমেইল অথবা অন্যান্য মাধ্যমে জেনারেট হওয়া লিংক পাঠিয়ে দিন।

যাকে লিংক পাঠিয়েছেন তিনি সে লিংকে ক্লিক করলে ম্যাপে রিডাইরেক্ট করে আপনার গন্তব্য দেখতে পারবে। তবে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে কাজ করবে না।