কোরআন পড়ুন

খুঁজুন

অবৈধ মোবাইল ফোন যেভাবে নিষ্ক্রিয় হবে

নতুন স্মার্টফোন বা মোবাইল ফোন কিনেছেন। মাস না পেরুতেই শখের ফোনটা চুরি হয়ে গেল। মাথায় হাত আপনার। এমন হাজারো চুরির ঘটনা নিত্য ঘটে। কি করার আছে আপনার! ছোট্ট একটা আশা নিয়ে নিকটস্থ থানায় জিডি করলেন। মাসের পর মাস চলে গেল আপনার শখের ফোনের কোন হদিস পেলেননা। এবার আপনার আমার জন্য আসছে এর সমাধান। সঠিক প্রয়োগ হলে হয়তো বন্ধ হবে মোবাইল চুরির ঘটনা। চলুন জেনে নেই কী সেই সরকারী উদ্যোগ-

বাংলাদেশে উৎপাদিত, আমদানিকৃত এবং বিদ্যমান প্রতিটি হ্যান্ডসেটের রেজিস্ট্রেশনের মাধ্যমে মোবাইল চুরি রোধ, অবৈধভাবে মোবাইল হ্যান্ডসেটের অনুপ্রবেশ রোধ, সরকারের রাজস্ব আয় বৃদ্ধি, জাতীয় নিরাপত্তার সহায়ক হিসেবে

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর)
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বা বিটিআরসি ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) নামে একটি প্রযুক্তি সিস্টেম চালু করেছে। যা দেশের আইন ও নীতি অনুযায়ী অবৈধভাবে আসা সকল হ্যান্ডসেটকে দেশের মোবাইল অপারেটরদের নেটওয়ার্কে বিচ্ছিন্ন করে দেবে।

এ সিস্টেমে বিটিআরসির নির্বাচিত প্রতিষ্ঠান একটি কেন্দ্রীয় সার্ভার স্থাপন করবে। এ সার্ভারে সংরক্ষিত থাকবে আমদানি করা এবং দেশে উৎপাদিত সব ফোনের আইএমইআই নাম্বার। এই সার্ভার দেশের আইএমইআই (IMEI) ডাটাবেজ এবং দেশের সব মোবাইলফোন অপারেটরে সক্রিয় থাকা সিমের সঙ্গে হ্যান্ডসেটগুলোর ডাটার সিঙ্ক্রোনাইজ করে তা যাচাই-বাছাই করতে পারবে। এনইআইআর সিস্টেমটি সরাসরি প্রত্যেক মোবাইল অপারেটরের নিজ নিজ ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার বা ইআইআরের সঙ্গে সংযুক্ত থাকবে। গ্রাহকের চালু করা সিমের সাথে ফোন তাৎক্ষনিক এনইআইআর এর বৈধতা যাচাই করে মোবাইল ফোন হ্যান্ডসেট চালুর বিষয়ে সিদ্ধান্ত দেবে।

এ সিস্টেমে অবৈধ পথে দেশে আসা ফোন, ক্লোন করা ফোন বা চুরি করা হ্যান্ডসেটে মোবাইল নেটওয়ার্ক বন্ধের লক্ষ্য ধরা হয়েছে ২০২১ সালের ৯ জুন।

কিভাবে বন্ধ হবে অবৈধ হ্যান্ডসেট?
দেশের যে কোন অপারেটরে চালু হওয়া মোবাইলের আইএমইআই যদি এনইআইআর ডাটাবেজের আইএমইআইয়ের সঙ্গে না মেলে তাহলে সেটি বন্ধ করে দেওয়া হবে। ওই হ্যান্ডসেটে আর সিম সচল হবে না। যদিও ১ আগস্ট ২০১৯ সালের আগের হ্যান্ডসেটের আইএমইআই নম্বর এই এনইআইআর ডাটাবেজে নেই। সর্বশেষ তথ্য অনুযায়ী এই সময়ের আগে কেনা সিম চালু থাকা এমন কোনো মোবাইল হ্যান্ডসেট বা ফোন বন্ধ হচ্ছে না।

শখের হ্যান্ডসেট চুরি হবার পথ এবার বন্ধ হবে।

দেশের বাইরে থেকে আনা হ্যান্ডসেট
দেশের বাইরে থেকে নিয়ে আসা হ্যান্ডসেটগুলো কেনার রসিদ এবং যথেষ্ট প্রমাণ যাচাই-বাছাই করে নিতে হবে গ্রাহককে। এজন্যে এনইআইআরের ওয়েব পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আপনার দেয়া তথ্য সঠিক হলে কেবল বিটিআরসির সিদ্ধান্তে এনইআইআরে সক্রিয় করা হবে।

নতুন কেনা হ্যান্ডসেট কিভাবে এনইআইআরে নিবন্ধন করবেন?
আপনার কেনা হ্যান্ডসেটে বায়োমেট্রিকে নিবন্ধিত সিমটি চালু করলেই ওই হ্যান্ডসেটটি চালু করা সিমের পরিচয়ে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধন হয়ে যাবে। এতে আপনার আর কিছু করতে হবেনা।

আপনার সেটটি আসল না নকল?
আপনার কেনা হ্যান্ডসেটটি অবৈধ বা নকল কি না তা জানতে ম্যাসেজে KYD টাইপ করে স্পেস দিয়ে হ্যান্ডসেটের ১৫ ডিজিটের আইএমইআই নম্বর দিয়ে তা ১৬০০২ নম্বরে পাঠিয়ে দিন। ফিরতি এসএমএসে আইএমইআই নম্বরটি বিটিআরসির ডাটাবেজে সংরক্ষিত রয়েছে কি না তা জানিয়ে দেবে বিটিআরসি। আপনার কেনা হ্যান্ডসেটের বক্সেই থাকে আইএমইআই নাম্বার। তাছাড়া হ্যান্ডসেটে শর্টকোডের মাধ্যমে জেনে নিতে পারেন আইএমইআই নাম্বার। হ্যান্ডসেটে *#০৬# ডায়াল করলেই ১৫ ডিজিটের আইএমইআই নম্বর দেখতে পাবেন।

নতুন এ প্রযুক্তি ঠেকাবে রাজস্ব ফাঁকি। অবৈধভাবে আসা হ্যান্ডসেটের দিন ফুরিয়ে আসবে। নিজের শখের হ্যান্ডসেটটাও চুরি হবার সম্ভাবনা যথেষ্ট কমে যাবে।