কোরআন পড়ুন

খুঁজুন

টু-ফ্যাক্টর অথেনটিকেশন (2FA) সেট করুন আপনার ফেসবুক আইডিতে

সোশ্যাল মিডিয়া ছাড়া আমাদের একদিন একমূহুর্তও চলেনা। ব্যক্তিগত কিংবা ব্যবসার প্রয়োজনে ব্যবহার করতে হয় ফেসবুক, টুইটার, লিঙ্কডিন, ইউটিউব কিংবা ইন্সটাগ্রাম। এসবের মধ্যে আমাদের দেশে ফেসবুকের ব্যবহারকারী বেশি। ব্যক্তিগত তথ্য কিংবা পারিবারিক ছবি নিয়মিত শেয়ার করে থাকেন ব্যবহারকারী। অনেকে ফেসবুক পেজের মাধ্যমে ব্যবসাও করে থাকেন। আবার ফেসবুক আইডি হ্যাকড হবার অহরহ অভিযোগও পাওয়া যায়। এতে বিপাকে পড়তে হয় ব্যবহারকারীকে। এ সমস্যা সমাধানে ফেসবুকে আছে Two-Factor Authentication নামে নিরাপত্তা স্থর। যা চালু থাকলে আপনার আইডি হ্যাকড হবার সম্ভাবনা কম থাকে।

ফেসবুকের এ নিরাপত্তা সেবা চালু থাকলে কেউ আপনার আইডিতে লগইন করতে চাইলে আপনাকে ম্যাসেজের মাধ্যমে একটা কোড পাঠাবে। যদি আপনি লগইন না করেন থাহলে বুঝবেন কেউ আপনার আইডিতে ঢুকতে চাচ্ছে। কোড যেহেতু আপনার মোবাইলে এসেছে সেহেতু হ্যাকার লগইন করতে পারবেনা। তবে চলুন কিভাবে ডেস্কটপ/ল্যাপটপ অথবা মোবাইল অ্যাপে এই নিরাপত্তা পদ্ধতি চালু করবেন-

ডেস্কটপ অথবা ল্যাপটপেঃ
আপনার ফেসবুক আইডিতে লগইন করুন। Settings & Privacy থেকে Settings এ যান। বাম পাশের বার থেকে Security & Login এ ক্লিক করুন

Security and Login পেজ

এখানে Two-Factor Authentication থেকে Use two-factor authentication এ ক্লিক করে সে সেবা চালু করে নিতে হবে। এখানে ক্লিক করলে নতুন যে উইন্ডো আসবে তাতে তিনটা অপশন থাকবে। আমরা এই অংশ থেকে Text Message (SMS) সেবা চালু করে নেব।

Text Message (SMS) অংশ

এখানে Use Text Message (SMS) বাটনে ক্লিক করে আপনার মোবাইল নাম্বার দিয়ে দিন। এরপর আপনার দেয়া সে নাম্বারে ফেসবুক থেকে ৬ ডিজিটের একটা কোড আসবে। সে কোড বসিয়ে দিন নির্দিষ্ট ঘরে। চালু হয়ে গেল Two-Factor Authentication সেবা।

মোবাইল অ্যাপেঃ
মোবাইল অ্যাপ থেকে ডান পাশের বারে ক্লিক করে নিচের দিকে Settings & Privacy->Settings এ ক্লিক করুন। সেখান থেকে Password and Security তে গিয়ে Two-factor authentication থেকে একইভাবে Text Message (SMS) মেথড থেকে আপনার মোবাইল নাম্বার দিয়ে দিন।

আপনার দেয়া মোবাইলে ৬ ডিজিটের কোড পাঠাবে। সে কোড নির্দিষ্ট ঘরে বসিয়ে চালু করে নিন টু-ফ্যাক্টর অথেনটিকেশন।