তথ্যপ্রযুক্তির এ যুগে পেনড্রাইভ বা ইউ এস বি ফ্ল্যাশ ড্রাইভ অত্যন্ত দরকারি একটা ডিভাইস। পারসোনাল ডাটা থেকে অফিসের গুরুত্বপূর্ণ কোন ডাটা সংরক্ষণ এবং এক জায়গা থেকে অন্য জায়গায় ডক্যুমেন্ট সরবরাহের জন্য এ ডিভাইস অত্যন্ত প্রয়োজনীয়। আর প্রয়োজনীয় বলেই এ ডিভাই আক্রান্ত হয় বেশি। বিভিন্ন কম্পিউটারে ডাটা সরবরাহের ফলে পেনড্রাইভের শর্টকাট ভাইরাস দ্রুত আক্রমন হয় এ গুরুত্বপূর্ণ ডিভাইস। এরকম একটা ভাইরাসের নাম শর্টকাট ভাইরাস। যা সহজে রিমুভ করা যায়না। তবে কিছু টেকনিক জানা থাকলে সহজে এ ভাইরাস থেকে আপনার পেনড্রাইভকে নিরাপদ রাখতে পারবেন।
অনেক সময় কম্পিউটারে পেনড্রাইভ যুক্ত করার পর ফাইল এবং ফোল্ডারগুলো দেখা যায় না। অথচ ফাইলগুলো যে পেনড্রাইভে আছে তা আপনি নিশ্চিত। এ সমস্যা মূলত ‘শর্টকাট ভাইরাস’ নামে একধরনের ভাইরাসের জন্য হয়ে থাকে। কোনো অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার না করেই এই শর্টকাট ভাইরাস দূর করা সম্ভব। তথাপি হারিয়ে যাওয়া ফাইল এবং ফোল্ডারগুলোও ফিরে পেতে পারেন সহজেই। আসুন জেনে নেই-
- Windows 7 এ প্রথমে স্টার্ট মেনু থেকে ডান পাশের লিস্ট থেকে Computer এ যান। এরপর বামদিকের উপরের বার থেকে Organize এ ক্লিক করে ড্রপডাউন লিস্ট থেকে folder and Search options এ যান। সেখান থেকে View ট্যাবে ক্লিক করে Hidden Files and Folders থেকে Show Hidden Files.. রেডিও বাটনে ক্লিক করে Apply এবং Ok ক্লিক করে দিন। উইন্ডোজ 10 এ ডেস্কটপের Start menu তে ক্লিক করে টাইপ করুন File Explorer Options থেকে View ট্যাব থেকে একই পদ্ধতি অনুসরণ করুন।
- এর নিচ থেকে Hide Empty drives এবং Hide protected operating system files এ দু জায়গা থেকে আনচেক করে দিন। সবশেষে Apply করে OK করুন। পেনড্রাইভের যে ফোল্ডারগুলো হারিয়ে গিয়েছিল, সেগুলো এবার দেখতে পাবেন।
Hidden File এবং folder সমূহ দেখার পালা শেষ। এবার শর্টকাট ফাইল রিমুভ করুন আপনার পেনড্রাইভ থেকে। জেনে নেই কিভাবে করবেন-
- স্টার্ট মেনু থেকে Run এ যান। Run ইনপুট বক্সে cmd লিখে কমান্ড প্রম্পট চালু করুন।
- কমান্ড প্রম্পটে ‘attrib-h-s-r-a/s/d X:*.*’ লিখে এন্টার করুন। X মানে আপনার পেনড্রাইভ যে ড্রাইভ লেটার উল্লেখ আছে তা। আপনার কম্পিউটারে পেনড্রাইভের যে লেটার আছে তা টাইপ করুন X এর জায়গায়।
আপনার পেনড্রাইভের ফাইল এবং ফোল্ডারগুলোর সঙ্গে শর্টকাট ফাইল এবং ফোল্ডারগলোও দেখাবে। এখান থেকে শর্টকাট ফাইল এবং ফোল্ডার সমূহ মুছে ফেলুন।