কোরআন পড়ুন

খুঁজুন

জেনে নিন আপনার জাতীয় পরিচয় পত্র দিয়ে কয়টা সিম রেজিস্ট্রেশন আছে?

NID_SIM_REGISTRATION

এমন ছোট ছোট কিছু তথ্য আছে যা আমাদের হঠাৎ প্রয়োজন হয়। এরকম একটি হলো নিজের জাতীয় পরিচয় পত্র দিয়ে কয়টা সিম রেজিষ্ট্রেশন আছে তা জানা।

মোবাইল ফোন থেকে ডায়াল করুন- *16001#এরপর আপনার জাতীয় পরিচয় পত্রের শেষ চার ডিজট টাইপ করতে বলবে। সঠিক নাম্বার দিয়ে অপেক্ষা করুন। ফিরতি মেসেজে দেখাবে কয়টা সিম রেজিষ্ট্রেশন করা আছে। তবে সেখানে একটা মোবাইল নাম্বারের সবগুলো ডিজিট দেখাবে না। নিরাপত্তার স্বার্থে মধ্যখানের কয়েকটা ডিজিট ছাড়া প্রথম এবং শেষ ডিজিটগুলো দেখাবে।

আরো পড়ুন:

আপনি চাইলে এক ডায়ালেও জানতে পারবেন। তারজন্য ডায়াল করুন- *16001* last 4 digit of nid#এর মানে *16001* এরপর NID নাম্বারের শেষ ৪ ডিজিট টাইপ করে # দিয়ে শেষ করে ডায়াল করুন। যেমন *16001*1234#