বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের নামের পূর্বে ‘মেসার্স’ ব্যবহার দেখা যায়। এই ‘মেসার্স’ মানে কী বুঝায় আজ আমরা জেনে নিতে চাই। ‘মেসার্স’ শব্দটি ইংরেজি ‘Messrs’ থেকে এসেছে। এটি মিস্টার শব্দের বহুবচন যার অর্থ একাধিক মিস্টার বা একাধিক মিসেস। যার বাংলা অর্থ ‘ভদ্রমহোদয়গণ’। অর্থাৎ একাধিক ব্যক্তিকে একসঙ্গে বোঝাতে মেসার্স ব্যবহার হয়।
যেমন মেসার্স আলম ট্রেডার্স, মেসার্স আলী ট্রেডার্স কিংবা মেসার্স করিম ট্রেডার্স ইত্যাদি। যেহেতু একাধিক মিস্টারকে একসঙ্গে মেসার্স বলে সেহেতু কোন প্রতিষ্ঠান কারো নামে হলে তার সাথে একাধিক ব্যক্তির সংশ্লিষ্টতা থাকলে তাতেই মেসার্স লেখা হয়। এরকম হলেই কেবল মেসার্স লেখা শুদ্ধ হবে।
আবার মিস্টার ও একাধিক মিসেস থাকলেও তাতে মেসার্স লেখা যায়। যদিও আমাদের দেশে অন্যের দেখা নাম দেখে না বুঝেই মেসার্স লিখতে দেখা যায়। আবার ব্যক্তির নাম বাদে অন্য কিছু নামের আগে মেসার্স লেখা চরম ভুল। একাধিক ব্যক্তির সংশ্লিষ্টতা না থাকলে সেখানে মেসার্স লেখা সমীচীন নয়।